ছবি

আজ (০৬-১০-২০১৩) মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সুত্রে  এই তথ্য জানা যায়।
এইবার সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের নয় হাজার ১৯৪টি আসনের মধ্যে স্থান করে নিতে এই দিন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৮ হাজার ১৭২ জন শিক্ষার্থী। সারাদেশে মোট ২৩টি পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষায় হয়।
প্রতিযোগীদের অসদুপায় অবলম্বর ঠেকাতে পরীক্ষা কেন্দ্রে ঘড়ি, ক্যালকুলেটর ও মোবাইলসহ সব ধরনের বৈদ্যুতিক ডিভাইস বহন নিষিদ্ধ ছিল।
২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা দুই হাজার ৮১২। ৫৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা চার হাজার ৮০০।
এছাড়া ১০টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৩২টি আসন রয়েছে। ১৮টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে আসন রয়েছে এক হাজার ৫০টি।