বিষয়াবলী

মূলধন জাতীয় আয় –ব্যয়
 
যে সব আয়-ব্যয়ের কার্যকারিতা একাধিক হিসাবকালে বিদ্যমান থাকে তাদেরকে মূলধন জাতীয় আয়-ব্যয় বলে। যেমন-

  • স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত খরচাবলি।
  • স্থায়ী সম্পত্তি কার্যক্ষমতা বৃদ্ধির খরচাবলি।

    
মূলধন জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :

  • অনিয়মিত ভাবে সংঘটিত হয়।
  • বৃহৎ অঙ্কের লেনদেন।
  • একাধিক হিসাব কালে প্রভাব ফেলে।
  • এ ধরনের লেনদেন এর ফলে স্থায়ী সম্পত্তি বা অফেরত যোগ্য দায়ের সৃষ্টি হয়।
  • আর্থিক বিবরণীর উদ্বৃত্ত পত্রে প্রকাশ করা হয়।

 
মুনাফা জাতীয় আয়-ব্যয়

যে সব আয়-ব্যয়ের কার্যকারিতা একটি হিসাবকালের মধ্যে বিদ্যমান থাকে তাদেরকে মুনাফা জাতীয় আয়-ব্যয় বলে। যেমন-

  • চলতি সম্পত্তির ক্রয় সংক্রান্ত খরচাবলি।
  • ব্যবসায় পরিচালনা সংক্রান্ত খরচাবলি।
  •  

মুনাফা জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :

  • নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রম থেকে সৃষ্টি হয়।
  • অপেক্ষাকৃত ক্ষুদ্র অঙ্কের হয়।
  • শুধুমাত্র একটি হিসাব কালে প্রভাব ফেলে।
  • আয়-ব্যয় বিবরণীতে প্রকাশ করা হয়।

 
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

যে সব মুনাফা জাতীয় ব্যয় একটি হিসাব-কালে নিঃশেষ না হয়ে পরবর্তী কয়েকটি হিসাবকালে নিঃশেষ হয় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে।
 
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য

  • এই মুনাফা জাতীয় ব্যয়গুলো বড় অংকের হয়ে থাকে।
  • কয়েকটি হিসাব-কালে ভাগ করে দেয়া হয়।
  • প্রত্যেক বছরের খরচের অংশ আয়-ব্যয় বিবরণীতে ডেবিট করে দেখানো হয় এবং বাকি অংশ আর্থিক বিবরণীতে সম্পত্তি হিসাবে দেখানো হয়।