Translationএর প্রশ্নগুলো অনেকটা correct sentence এর প্রশ্নের মত। একই বাক্যের চারটা রকমফের দেয়া থাকবে, যেগুলোর থেকে সঠিকটা বের করতে হবে।

 

নির্দিষ্ট কোন নিয়ম না থাকলেও কিছু জিনিস মনে রাখলে translationটা সহজ হতে পারে।

১. অনেক সময় একটি word বা  phrase এর উপর ভিত্তি করে অনুবাদ করতে দেয়া হয়। যেমনঃ

 

‘সে বন্দুক তাক করতে না করতেই পাখিটি উড়ে গেল’ — সঠিক অনুবাদ কি হবে?

  1. As soon as he aimed at the bird than it flew away.
  2. No sooner had he aimed at the bird than it flew away.
  3. The bird flew away before he aimed at the bird.
  4. The bird flew away no sooner he aimed at the bird.

 

এই অনুবাদটার পুরোটাই ‘no sooner — than’ — এই conjunctionটির উপর ভিত্তি করে করা হয়েছে। তাই বাংলা বাক্যে ঐ key word বা phrase টি চিহ্নিত করতে পারলে এবং তার সমার্থক ইংরেজি word বা phrase টির ব্যবহার জানলে প্রশ্নটা উত্তর করা যাবে।

 

২. Verb form. বাংলার কোন Verb form এর সাথে ইংরেজি কোন Verb form মেলে তার একটা মোটামুটি তালিকা নিচে দেয়া হল। (‘করি’ বা ‘do’ verb দিয়ে)

 

৩. কিছু শব্দ ভাষান্তর হবার সময় বচন পরিবর্তন হয়।

 

A Unit 2001-02

 

22. যেতে পারি কিন্তু কেন যাবো?

A. I can go, but why shall go?

B. I may go, but why I will go?

C. I can go, but why should I?

D. I can go, but why do I?

 

23.       আমি তার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।

A. I was thundered to hear his words

B. I was surprise to hear his words

C. I surprised to hear his words

D. I was stunned to hear his words.

 

A Unit 2002-03

 

23. সেই কনকনে শীতে আমি কাঁপিতে লাগিলাম

a. I began trembling in that biting cold

b. The trembling of me began in that biting cold

c. I began to tremble in that biting cold

d. I was trembling in that terrible coldness.

 

24. তিনি রাগে গরগর করছেন

a. He is burning with anger

b. He is shouting in rage

c. He is bursting into anger

d. He is boiling with rage.

 

Translation

গত রাতে তোমার ভাল ঘুম হয়েছে

You had a sound sleep at last night

তুমি কি এ বছর পরীক্ষা দিবে?

Will you sit for the examination this year?

বাজারে আমার বইয়ের দারুন কাটতি

My books sell like hot cakes

শিশুটি নাচতে নাচতে মায়ের কাছে গেল

The child went to the mother dancing

তোমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে বড়

Your elder brother is older than my brother

আমি ঘর থেকে আসতে না আসতেই বৃষ্টি শুরু হল

No sooner had I got out of the house than it began to rain

ভদ্রলোকের সুদিন ছিল বলে মনে হয়

The gentleman seems to have seen better days

হাঁ করে দাঁড়িয়ে আছ কেন?

Why do you stand foolishly?

কয়লা শত ধুইলেও ময়লা যায় না

Black will take no other hue.

সে এসেছিল বন্ধু বেশে

He came in the guise of a friend

সবার সাথে খাপ খাইয়ে চলা কত না কঠিন

How difficult is to adjust with all!

দুই ঘন্টা ধরে মুশল ধারে বৃষ্টি হচ্ছে

It has been raining cats and dogs for two hours

তিলকে তাল করা

To make a mountain of a mole hill.

আমরা নিরক্ষতার অভিশাপ থেকে মুক্তি চাই

We want get rid of the course of illiteracy

মানুষ মৃত্যুকে এড়াতে পারে না

Man cannot avoid death

তার কথায় আমি না হেসে পারলাম না

I could not but laugh at his words

জুরিগণ ভিন্নমত পোষণ করলেন

The Jury were divided in their opinions

শরতের চাঁদ কি সুন্দর

How beautiful the autumn moon is!

সুখ আত্মতুষ্টির উপর নির্ভরশীল

Happiness consists of self contentment

শিশুটি কথা বলতে জানে না

The child  does not know how to speak

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে

It has been drizzling since morning

সে না যাওয়া পর্যন্ত আমি যাব না

I will not go until he leaves

সংসারে তার মা ছড়া কেউ নেই

He has none but mother in the world

গুজবটি সম্পূর্ণ মিথ্যা

The rumor is quite false

সে সুযোগ টি গ্রহণ করতে পারল না

He could not avail himself of the opportunity

সে ও তুমি উভয়েই সমান দোষী

Both you and he are equally guilty

সে ভয়ে থরথর করে কাঁপতেছিল

He was trembling in fear

আকাশে গুড় গুড় শব্দ হইতেছিল

There was  a rumbling noise in the sky

নানা মুনির নানা মত

Many men, many minds

চকচক করলেই সোনা হয় না

All that glitters is not gold

কাল তেমন গরম ছিল না

It was not so hot yesterday

এখন চারটা বেজে পনের মিনিট

It is fifteen minutes past four

মেয়েটি কি রাঁধতে জানে

Does not the girl know how to cook?

সূর্য কি আমাদের কিরণ দেয় না

Does not the sun give us light?

তিনি আতি কষ্টে তার সংসার চালান

He maintains his family in great hardship

অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়

Death is preferable to dishonor

আমরা শান্তি চাই , যুদ্ধ চাই না

We want peace, not war

তিনি নরম প্রকৃতির লোক

He is a man of mild nature

দুঃসংবাদ বাতাসের আগে যায়

Ill news runs apace

এক মুখে দুই কথা বলিও না

Do not blow hot and cold in the same breath

স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার

Freedom is man’s birth right

অতীতের জন্য দুঃখ করো না

Don’t regret for the past

লোকটিকে একজন বিদ্যান বলে মনে হয়

The man seems to be a learned person

গরিবেরা কষ্টের জন্যই জন্মায়

The poor are born to suffer

আবার যদি আমরা শিশু হতাম

Would that I were a child again!

আমি এখন অভাবগ্রস্ত

I m hard up now

এক কথায় বল কি চাও?

Tell me in a word what you want?

তোমার এখন কেমন লাগছে

How do you feel now?

বাতি নিভানোর পর সে শুয়ে পড়ল

He went to bed after put out the light?

সে অংকে কাঁচা

He is weak in mathematics.