সূত্র:

সমীকরণ

প্রতীক পরিচিতি ও একক

১.কাজ,W = Q1-Q2 ;

η = W /Q ;n = -Q2/Q1 = 1 –T2/T1

২.দক্ষতা,η = 1 –T2 /T1

৩.একই তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন,

dS = dQ/T;dQ=mL

৪. ভিন্ন তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন,

$\mathrm{ds}=\int_{\mathrm{T}_{1}}^{\mathrm{T}_{2}} \frac{\mathrm{d} \mathrm{Q}}{\mathrm{T}} ; \mathrm{d} Q=\mathrm{mS} . \mathrm{dT}$

৫.দক্ষতার শতকরা রূপ,

η = 1 – (T2-T1)×100%

৬.Q1/Q2 = T1/T2

η = ইঞ্জিনের তাপীয় দক্ষতা

dQ =mL  (থ)

dS = এনট্রপির পরির্বতন (JK-1)

L = আপেক্ষিক সুপ্ততাপ (JK-1)

m = (kg)

S = আপেক্ষিক তাপ (Jkg-1K-1)

T1-T2 = ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজ (K)

T1 = ইঞ্জিনে উৎপন্ন তাপের সমতুল্য কাজ (K)

 

 

 

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

 

১. একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 227 ⁰C । এর তাপগ্রাহকের তাপমাত্রা 27⁰C , ইঞ্জিনের দক্ষতা কত?

 

সমাধান:

 

$\eta=\frac{T_{1-} T_{2}}{T_{1}} \times 100 \%$                T1=227 ͦ C =500K

                                                                                      T2=27 ͦ C =300K 

     =$\frac{500-300}{500} \times 100 \%$

     η=40% (ans)

 

২. একটি ইঞ্জিনে 3400j তাপগ্রহন করে ও 2400j তাপ বর্জন করে।ইঞ্জিনটি দ্বারা উতপাদিত কাজের পরিমান ও ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কর।

 

সমাধান:

 

W = Q1-Q2=3400-2400        Q= 3400 j

W =1000 j (Answer)              Q= 2400 j

    $\eta=\frac{Q_{1-Q_{2}}}{Q_{1}} \times 100 \%$

            = $\frac{3400-2400}{3400} \times 100 \%$

         η = 29.41 % (ans)

 

৩. একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60%।যদি তাপ উৎসের তাপমাত্রা 400k হয়,গ্রাহকের তাপমাত্রা কত?

 

সমাধান:

 

$\eta=\frac{1-T_{2}}{T_{1}} \times 100 \%$                                         T= 400k

$\Rightarrow \frac{60}{100}=\frac{400-T_{2}}{400}$                           η = 60%

⟹ $T_{2}=160 \mathrm{~K}$  (Answer)

 

৪. 100⁰C তাপমাত্রার 1kgপানিকে 100⁰C তাপমাত্রায় বাস্পে পরিনত হতে এন্ট্রপির পরিবর্তন  কত হয়।নির্ণয় কর।

(LV=2.26×106 JKg-1)

 

সমাধান:

 

$\mathrm{d} \mathrm{S}=\frac{d Q}{T}=\frac{m L_{v}}{T}$                                            m=1 kg

               $=\frac{1 \times 2.26 \times 10^{6}}{373}$                                                    Lv=2.26×106 Jkg-1       

          ds =6059 JK-1 (ans)

 

৫.  0⁰C তাপমাত্রায় 5 kg পানিকে 100⁰C তাপমাত্রায় উত্তীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় কর।(S=4.2×103 Jkg-1)

 

সমাধান:

 

$\mathrm{d} \mathrm{s}=\int_{T_{1}}^{T_{2}} \frac{d Q}{T}$
$=\int_{T_{1}}^{T_{2}} \frac{m s d T}{T}$
$=\mathrm{ms} \int_{T_{1}}^{T_{2}} \frac{d T}{T}$
$=5 \times 4200 \int_{273}^{373} \frac{d T}{T}$
$=21000 \ln \left(\frac{373}{273}\right)$

 = 6.56×103 jk-1(Answer)