বাংলা

 

১. ‘অনতিবৃহৎ নিরপরাধ হরিণ সংহারে নিবৃত্ত হোন।’– বাক্যটিতে উপসর্গ আছে-
ক. চারটি
খ. পাঁচটি
গ. ছয়টি
ঘ. সাতটি

 

২. overrule- এর বাংলা প্রতিশব্দ হলো
ক. আমলে আনা
খ. বাতিল করা
গ. মুলতুবি করা
ঘ. কার্যকর করা

 

৩. ‘একটা কলম দাও।’- এখানে ‘একটা’ শব্দটি
ক. নির্দিষ্টতাজ্ঞাপক
খ. অনির্দিষ্টতাজ্ঞাপক
গ. গুণবাচক
ঘ. পরিমাণবাচক

 

৪. ‘বাংলাদেশ’ কবিতায় কোন নদীদ্বয়ের উল্লেখ আছে?
ক. যমুনা-পদ্মা
খ. যমুনা-মেঘনা
গ. গঙ্গা-যমুনা
ঘ. মেঘনা-পদ্মা

 

৫. কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ-
ক. গণ
খ. পুঞ্জ
গ. যূথ
ঘ. পাল

 

৬. সাহিত্যে খেলা প্রবন্ধ অনুযায়ী কে শিক্ষক গোত্রভুক্ত?
ক. ভগবান
খ. ব্রাহ্মণ
গ. বাল্মিকী
ঘ. বশিষ্ঠ

 

৭. ‘যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, ____।’
ক. লুকোচুরি
খ. জুয়াখেলা
গ. ভেলকি
ঘ. জুয়াচুরি

 

৮. ‘কদবেল’ শব্দে ‘কদ’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে-
ক. ক্ষুদ্র অর্থে
খ. অন্যরকম অর্থে
গ. নিন্দিত অর্থে
ঘ. অভাব অর্থে

 

৯. ‘হৈম কিছু না বলিয়া একটু হাসিল।’- বাক্যটির নেতিবাচক রূপ
ক. হৈম কিছু না বলিয়া হাসিল না
খ. হৈম না হাসিয়া কিছু বলিল
গ. হৈম কিছু না বলিয়া একটু না হাসিয়া পারিল না
ঘ. হৈম না হাসিয়া কিছু বলিল না

 

১০. ‘ধর্মাবতার! সাক্ষী বড় সেরকশ’- সংলাপটি কার?
ক. উকিলের
খ. হাকিমের
গ. মুহুরির
ঘ. কমলাকান্তের

 

১১. ‘এখনো দেখ নি তুমি?’- বাক্যের ‘নি’ হচ্ছে
ক. নেতিবাচক অর্থে
খ. প্রশ্নবোধক অর্থে
গ. জিজ্ঞাসা অর্থে
ঘ. ক্রিয়া বিশেষণ

 

১২. ‘লম্বা দেয়া’ বাগধারাটির অর্থ-

ক. পালানো
খ. দীর্ঘ বক্তৃতা
গ. বড় আকৃতির মেঘ
ঘ. মরে যাওয়া

 

১৩. নিচের কোন গ্রন্থ উপন্যাস-
ক. শেষের কবিতা
খ. কালান্তর
গ. রুদ্র-মঙ্গল
ঘ. দেশে-বিদেশে

 

১৪. কোনটি ভিন্নার্থক শব্দ?
ক. বৈশ্বানর
খ. প্রভঞ্জন
গ. পাবক
ঘ. কৃশানু

 

১৫. বিপদপন্ন লোককে সহজোগিতা করা সকল মানুষের স্বধর্ম হওয়া উচিত।’ বাক্যটিতে ভুল ক.
রয়েছে-
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

 

১৬. ন্যাড়ার মাদুলি-কবচ মৃত্যুঞ্জয়ের ‍মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল?
ক. শ্মশানে
খ. জাহান্নামে
গ. কবরে
ঘ. নদীগর্ভে

 

১৭. ‘রেখো মা দাসেরে মনে।’- এ বাক্যে ‘দাসেরে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে দ্বিতীয়া
খ. কর্তায় দ্বিতীয়া
গ. কর্মে চতুর্থী
ঘ. অপাদানে চতুর্থী

 

১৮. bribe শব্দের বাংলা পরিভাষা-
ক. উপহার
খ. সালামী
গ. সাহসী
ঘ. উৎকোচ

 

১৯. ‘তুমি কি কথাটি শুনেছ?’- এ বাক্যে ‘কি’ শব্দটি ব্যবহৃত হয়েছে-
ক. সর্বনাম হিসেবে
খ. প্রশ্নবোধক চিহ্ন হিসেবে
গ. অব্যয় হিসেবে
ঘ. বিশেষণ হিসেবে

 

২০. ‘যে হিমালয়ে বাস করিতেন, সেই হিমালয়েল তিনি যেন মিতা।’ বাক্যটি-
ক. জটিল
গ. খণ্ড
গ. যৌগিক
ঘ. সরল

 

২১. ‘সংখ্যার ধারণা’ বলতে বোঝায়-
ক. পদ
খ. উগসর্গ
গ. বচন
ঘ. সন্ধি

 

২২. ‘ওঁচা’ শব্দটি আছে কোন রচনায়-
ক. অর্ধাঙ্গী
খ. বিলাসী
গ. হৈমন্তী
ঘ. যৌবনের গান

 

২৩. কোন শব্দটি সন্ধিজাত?
ক. শীতল
খ. অধিকার
গ. তোমার
ঘ. সংখ্যা

 

২৪. Is everything in order?- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ
ক. সবকিছু নির্দেশমতো হয়েছে কি?
খ. সবকিছু কি ঠিক?
গ. সবকিছু ক্রমানুসারে সাজানো আছে কি?
ঘ. সবকিছু ঠিকঠাক আছে তো?

 

২৫. ‘চঞ্চল’-এর বিপরীত শব্দ-
ক. বিচল
খ. অবিচল
গ. প্রচল
ঘ. নিশ্চল

 

English

 

Read the following passage carefully and answer Questions 1 to 5:

We all know that people living in different parts of the world live different lives. But do we know why they live different lives? It is because the climate all over the world is not the same. The climate is the amount of sun, rain, heat and wind which the land receives. If it is always warm and sunny, we call that a hot climate. And if it rains a lot, it would be a wet climate. It can also be a hot, wet climate or a cold, wet climate and so on. Can you imagine what it would be like if we had the same climate all over the world? All the flowers and the trees would be the same. Then the animals might be the same, and the same crops would be grown in the ground. This would mean that people would be all alike. They would look alike and they would all eat the same food.

1.  The most suitable- title for the passage would be
a. Climate and differences in people
b. Different lives in different parts of the world
c. Climate and different parts of the world
d. Climatic differences the world over

 

2.  'People living in different parts of the world live different       lives' because-
a. different types of crops grow in different parts of the world.
b. they are habituated of different kinds of food.
c. the standard of living differs in different parts of the world.
d. the climatic influences are different

 

3.  It is because the climate all over the world is not the same that
a. different people belong to different groups.
b. different people have different religious
c. different people have different doctrines
d. different people live different lives.

 

4.  The word 'live' in line is a-
a. noun

b. verb
c. adjective          

d. adverb

 

5.  The adjective of 'climate' is-
a. climate            
b. cliamted
c. climatic            
d. clematic

 

Questions 6 to 8: Which of the following sentence is correct?

6.
a. The pile of bones on the plate shows how much chicken the family had ate
b. The pile of bones on the plate shown how much chicken the family had ate  
c. The pile of bones on the plate showed how much chicken the family had ate
d. The pile of bones on the plate is shown how much chicken the family had ate

7.
a. Neither of those mattresses feel comfortable
b. Neither of those mattresses are feeling comfortable
c. Neither of those mattresses feels comfortable
d. It is better to stay healthy than to have health

 

8.
a. It is more better to stay healthy than to have to get healthy
b. It is better to stay healthy than to have get healthy
c. It is more better to stay healthy than to have health
d. It is better to stay healthy than to have health

 

Question 9 to 17: Fill in the blanks

9.  She reassured me that she    ______ the card.
a. had posted
b. has posted
c. had been posting
d. has posting

 

10. I'll be with you in ________
a. one quarter of an hour
b. a quarter of an hour
c. a quarter of one hour               
d. a quarter of hour

 

11. The party was excellent, and I'd like to thank all the  _______
a. concerned people
b. responsible people
c. people concerned                     
d. peoples responsible

12. A troupe of  ________ has gone to entertain the soldiers:
a. artists
b. artistes
c. artisans           
d. artificers

13. The ______ of a camel was found lying by the side of the canal,
a. corpse
b. carcass
c. corps
d. corpees

 

14. _______ so many people been out of work as today.
a. more than ever before
b. never before have
c. In the past, there never have
d. Formerly, there never were

 

15.          ________ you have a driver's license and two major credit cards, that company will not accept your application.                 I
a. Because
b. Unless
c. As      
d. Since

16. The longer I live here_______

a. I like the more             
b. the more I like it
c. the more do I like it   
d. I like it more

 

17. There is really no difference between you and           ____    
a. I
b. we
c. them
d. me

 

Questions 18 to 25: Choose the correct option

18. The translation of ‘আমি তাকে বুঝাতে চেষ্টা করব’
a. I will making him to understand           
b. I will try make him understand             
c. I will try to make him to understand
d. I will try to make him understand

 

Indicate the synonym of the words given below:
19. Hypothetical              
a. suspicious      
b. philosophical
c. assumed        
d. complete

 

20. Assemble    
a. unite
b. disperse
c. separate
d. split

Identify the one underlined word or phrase that must be changed in order for the sentence to be correct:

21. Sitara is finally used to cook on an electric stove after having a gas one for so long.
a. finally
b. cook
c. after having
d. one

 

22. Professor Chowdhury teaches both anthropology as well as sociology each fall
a. teaches          
b. both
c. anthropology
d. each fall

 

23. The correct spelling is
a. Transatory
b. Transetory
c. Transitory
d. Transitary

 

24. The phrase ‘in high spirits’ means
a. tensed            
b. cheerful
c. worried           
d. Vibrant

 

25. The tag for 'He has locked the papers in the safe,____?’ is
a. has he?
b. haven’t he?
c. have he?
D. hasn’t he?

 

বাংলাদেশ বিষয়াবলী

 

১. ‘বীরপ্রতিক’  খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা
ক. ডব্লিউ .এ. এস. ওডারর‌্যান্ড
খ. মার্ক টালি
গ. আন্দ্রে মারলো
ঘ. এডওয়ার্ড কেনেডি

২. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন-২০১০ এ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা বাস্তবায়নে কোন বিষয়ে বাংলাদেশ অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত পুরস্কার পায় ?
ক. মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য
খ. শিশু মৃত্যুহার কমানোর জন্য
গ. নারী – পুরুষ সমতা বিধানের জন্য
ঘ. এইচআইভি ও ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণের জন্য

৩. মুক্তিযুদ্ধ যাদুঘরটি কোন সালে স্থাপিত হয়
ক. ১৯৯৪
খ. ১৯৯৬
গ. ১৯৯৫
ঘ. ১৯৯৩

৪. বাংলাদেশের আদিবাসীদের মধ্যে কোনটি পিতৃতান্ত্রিক ?
ক. চাকামা
খ. মারামা
গ. হাজং
ঘ. সাঁওতাল

৫. কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল ?
ক. সুলতানী আমলে
খ. মুঘল আমলে
গ. পাল আমলে
ঘ. মৌর্ঘ যুগে

৬. বাংলাদেশের ‘জাতীয় সংগীত’ বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে ?
ক. সোনার তরী
খ. চৈতালী
গ. বঙ্গমাতা
ঘ. কোনটিই নয়

৭. বাংলাদেশের কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র আছে ?
ক. ৪টি
খ. ২টি
গ. ৫টি
ঘ. ৩টি

৮. সার্ক এর বর্তমান মহাসচিবের নাম কি ?
ক. শলিাকান্ত শর্মা
খ. মহিন্দ রাজা পাকসে
গ. কান্তকিশোর ভার্গাব
ঘ. যাদবকান্ত সলওয়াল

 

৯. বাংলাদেশের জাতীয় সংসতদ ৩০০-তম আসন কোনটি ?
ক. নেত্রকোনা
খ. ঝিনাইদহ
গ. নীলফামারী
ঘ. বান্দরবন

১০. মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টম্বর অন যশোর রোড’ – এর রচয়িতা কে ?
ক. খলিল জিবরান
খ. রবার্ট ফ্রষ্ট
গ. ওয়াল্ট হোয়াইটম্যান
ঘ. অ্যালেন গিনসবার্গ

১১.  বাংলাদেশের রাইফেলস –এর পরিবর্তিত নাম -
ক. বর্ডার গার্ড বাংলাদেশ
খ. বর্ডার রাইফেলস গার্ড
গ. বর্ডার অপারেশন ফ্রন্ট
ঘ. বাংলাদেশ বর্ডার গার্ড

১২. নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত ?
ক. পাট
খ. ধান
গ. চিনি       
ঘ. চিংড়ি

 

১৩. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারী কোন সালে করা হয়েছিল ?
ক. ১৯৯৫
খ. ১৯৯৮
গ. ২০০১
ঘ. ২০০৫

১৪. প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয় ?
ক. ১৭৫৭
খ. ১৮৫৭
গ. ১৯০৫
ঘ. ১৯৪৭

১৫. কোন বাংলাদেশী আম্পায়ার আর্ন্তজাতিক ক্রিকেট কমিটি কর্তৃক প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ের মধ্যকার ৩টি একদিনের ম্যাচে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন ?
ক. আতাউল হক মল্লিক
খ. এনামুল হক মণি
গ. রকিবুল হাসান
ঘ. তানভির মাসুম নান্না

১৬. দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত ?
ক. পঞ্চগড়
খ. রংপুর
গ. লালমণির হাট
ঘ. নীলফামারী

১৭. গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত
ক. বগুড়া
খ. সিলেট
গ. রাজশাহী
ঘ. চট্টগ্রাম

১৮. বাংলাদেশের সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নির্দশন হয়েছে -
ক. মহাস্থান গড়
খ. বান্দরবান
গ. ওয়ারি বটেশ্বর
ঘ. ময়নামতি

১৯. ইপিবি (EPB) –এর পূর্ণরূপ কী ?
ক. এক্সপোর্ট প্রমোশন বোর্ড
খ. এক্সপোটিং প্রমোশন বোর্ড
গ. এক্সপোর্ট প্রমোশন ব্যুরো
ঘ. এক্সপোটিং প্রমোশন ব্যুরো

২০. কবে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রীচুক্তি স্বক্ষরিত হয় ?
ক. ১৬ মার্চ , ১৯৯২
খ. ৭ মার্চ , ১৯৭২
গ. ১৪ এপ্রিল, ১৯৭২
ঘ. ১৭ মার্চ, ১৯৭২

২১. নভোথিয়াটারের স্থপতি কে ?
ক. আবদুল্লাহ খালেদ
খ. শামীম সিকদার
গ. আলী ইমাম
ঘ. কামরুল হাসা

২২. ‘সিডর’ –এর অর্থ
ক. ঝড়
খ. চক্ষু
গ. কান
ঘ. ঘূণিঝড়

২৩. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয় ?
ক. ১৯৭৫
খ. ১৯৭৪
গ. ১৯৭৩
ঘ. ১৯৭২

২৪. ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত কি হবে ?
ক. জয়দেবপুর - নারায়নগঞ্জ
খ. জয়দেবপুর - গুলিস্থান
গ. জয়দেবপুর - যাত্রাবাড়ী
ঘ. জয়দেবপুর - সদরঘাট

২৫. কোন বাংলাদেশী বিজ্ঞানী পাটের ‘জিনোম’ সূত্র আবিষ্কার করেছেন ?
ক. ড. কামরুল ইসলাম
খ. ড. মাকসুদুল আলম
গ. ড. মোর্শেদ আলম
ঘ. ড. মোজাম্মেল আলম

 

আন্তর্জাতিক বিষয়াবলী

 

১. ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল -
ক. পরমাণু
খ. পরিবেশ
গ. বাণিজ্য
ঘ. নিরস্ত্রীকরণ

২. নিম্নে উল্লেখিত কোন হ্রদটি তানজানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত ?
ক. চাঁদ
খ. মালাওয়ি
গ. ভিক্টোরিয়া
ঘ. জামবেজি

৩. NASDAQ কোন দেশের পূজিবাজারের সাথে সম্পর্কিত ?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. কানাডা
ঘ. জার্মানী

৪. কোন দেশ এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত ?
ক. আজারবাইজান
খ. ইরান
গ. সৌদি আরব
ঘ. তুরস্ক

৫. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯১৯
খ. ১৯২০
গ. ১৯৪৫
ঘ. ১৯২৫

৬. কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত ?
ক. আমেরিকা
খ. নরওয়ে
গ. কানাডা
ঘ. রাশিয়া

৭. পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি ?
ক. ওরিয়েন্টাল এক্সপ্রেস
খ. ট্রান্স – কানাডিয়ান রেলওয়ে
গ. ট্রান্স –সাইবেরিয়ান রেলওয়ে
ঘ. ইউরো এক্সপ্রেস

৮. নীচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত ?
ক. ভারত
খ. চীন
গ. মায়ানমার
ঘ. বাংলাদেশ

৯. কোন মনে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৬১ (লন্ডনে)
খ. ১৯৬২ (ওয়াশিংটনে)
গ. ১৯৬৩ (প্যারিসে)
ঘ. ১৯৬৪ (টোকিওতে)

১০. BRIC বলতে নিম্নলিখিত রাষ্ট্রসমূহ বোঝায় -
ক. ব্রাজিল, রাশিয়া, ইরান, চীন
খ. বাংলাদেশ, রাশিয়া, ভারত, চীন
গ. ব্রাজিল, রাশিয়া, ইসরাইল, চীন
ঘ. ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন

১১. বিশ্ব জনসংখ্যা দিবম উৎযাপিত হয় -
ক. ১ জুন
খ. ১১ জুলাই
গ. ৭ জুলাই
ঘ. ১ জুন

১২. `Earth Summit' কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
ক. কোপেনহেগেন
খ. বেইজিং
গ. রিওডি জেনিরো
ঘ. জোহানেসবার্গ

১৩. কোন সংগঠন সুন্দরবনকে ‘ওয়াল্ড হ্যারিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করেছে ?
ক. ইউনেস্কো
খ. ইউনিসেফ
গ. ইউএনডিপি
ঘ. ইউএনএইচসিআর

১৪. পৃথিবীর সর্বাধিক রপ্তানীকারক তেশ কোনটি ?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. চীন
ঘ. জার্মানী

১৫. ‘সুনামী’ শব্দটি কোন ভাষা থেকে রনয়া ?
ক. বাংলা
খ. জাপানি
গ. ইন্দোনেশীয়
ঘ. চাইনিজ

১৬. NATO (ন্যাটো) কোন ধরনের জোট ?
ক. রাজনৈতিক
খ. সমাজিক
গ. পরিবেশ
ঘ. সামরিক

১৭. গ্রীণউইচ মব্দটি কিসের সাথে সম্পর্কিত ?
ক. সময়
খ. দূরত্ব
গ. ওজন
ঘ. দৈর্ঘ্য

১৮. কে এক দিনের ক্রিকেট খেলায় বিশ্বের এক নম্বর অল-রাইন্ডার ?
ক. ড্যানিয়েল ভেট্টোরী
খ. সাকিব আল হাসান
গ. জ্যাক ক্যালিস
ঘ. সহীদ আফ্রিদী

১৯. কোনটি ভূবেষ্টিত সাগর ?
ক. মর্মর সাগর
খ. কৃষ্ণ সাগর
গ. ক্যাষ্পিয়ান সাগর
ঘ. ভূমধ্য সাগর

২০. “মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস” অর্জনের সময়সীমা
ক. ২০১৪
খ. ২০২০
গ. ২০১৬
ঘ. ২০১৫

২১. কোন দেশ বাংলাভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে ?
ক. ভারত
খ. নেপাল
গ. জাপান
ঘ. সিরেরালিওন

২২. ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় -
ক. ট্রেজারী সেক্রেটারী
খ. ফিন্যান্স মিনিস্টার
গ. ট্রেজারার
ঘ. চ্যান্সেলর অব এক্সচেকার

২৩. ইন্টারপোল এর দফতরিক নাম কি ?
ক. ইন্টারন্যাশনাল পুলিশ
খ. ইন্টারন্যাশনল পুলিশ অর্গানাইজেশন
গ. ইন্টারন্যাশনল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন
ঘ. ইন্টারন্যাশনল ক্রিমিনাল পুলিশ

২৪. `Long Walk to Freedom' – কার আত্মজীবনী ?
ক. ভি আই লেলিন
খ. মাও সেতুং
গ. জওহলাল নেহেরু
ঘ. নেলসন মেন্ডেলা

২৫. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল –এর সদর দপ্তর কোথায় ?
ক. বার্লিন
খ. প্যারিস
গ. লন্ডন
ঘ. ওয়াশিংটন ডি.সি